যে দেশে কোনো বৃদ্ধ মানুষ নেই। কম্বোডিয়া
কোন দেশে কোনো বৃদ্ধ মানুষ নেই?
কি? উপরের লেখা দেখে ঘাবড়ে গেছেন? আসলেই কি এমন কোনো দেশ আছে এই পৃথিবীতে? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। হ্যা আপনি ঠিকই দেখেছেন। আমরা বলছি কম্বোডিয়ার কথা। এই দেশের বেশিরভাগ মানুষ ই তরুণ। কম্বোডিয়ার অর্ধেক জনগণের বয়স ১৫ বছরেরও নিচে। ১৯৭৫ থেকে ১৯৭৯ সালে এই দেশের প্রায় ২০ লক্ষ মানুষকে মেরে ফেলা হয়েছে। অর্থাৎ এই দেশের প্রায় ২৫% মানুষকে মেরে ফেলা হয়েছে।
কম্বোডিয়ার পতাকা
পোস্টসূচীপত্রঃকম্বোডিয়ার পতাকা অনেক স্পেশাল। কারণ, এটিই পৃথিবীর একমাত্র দেশের পতাকা যেটাতে একটা ভবনের ছবি দেওয়া আছে।
কম্বোডিয়ার টাকা / মূদ্রার মান
এখানে ১ ডলার = প্রায় ৪,০০০ কম্বোডিয়ান রিয়েল
এজন্য এখানকার মানুষ বেশিরভাগ সময় বড় লেনদেনের ক্ষেত্রে ডলার ব্যবহার করে। কম্বোডিয়ার বেশিরভাগ জায়গায় ঐ দেশের কারেন্সি ব্যবহার হয় না, ডলার ব্যবহার করা হয়।
কম্বোডিয়ার মানুষের জন্ম, মৃত্যু নিয়ে অদ্ভুত রীতি
কম্বোডিয়া এমন একটি দেশ, যে দেশের মানুষ তাদের জন্মদিন খুব একটা পালন করতে চায় না। কিন্তু, মৃত্যুর পরে যে অনুষ্ঠান হয় সেটা অনেক বড় করে উদযাপন করে এবং এই অনুষ্ঠানে অনেক বেশি খরচ করে। মজার ব্যাপার হলো, কম্বোডিয়ার মানুষের গড়ে মাথাপিছু আয় হলো ১০০ ডলার বা এর থেকে একটু বেশি। অথচ, এই দেশের মানুষ রা মৃত্যুর পরে অনুষ্ঠানের জন্য প্রায় ৯,০০০ ডলার পর্যন্ত খরচ করে থাকে। আর এই অনুষ্ঠান ৯ - ৪৯ দিন পর্যন্ত চলে।
কম্বোডিয়ার বিশেষ যানবাহন
কম্বোডিয়ার গ্রামাঞ্চলে এখনো এক ধরনের যানবাহন ব্যবহার করা হয়। যার নাম "Norry", এটা মূলত বাঁশের তৈরি রেল লাইনের মতো। এটা দিয়ে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, অথবা মালামাল বহন করে। এর গতি প্রতি ঘন্টায় প্রায় ৩১ মাইল।
কম্বোডিয়ার মার্শাল আর্ট
পৃথিবীর সবচেয়ে পুরাতন মার্শাল আর্ট এর উৎপত্তি কম্বোডিয়ায়। কম্বোডিয়াতে এক ধরনের মার্শাল আর্ট আছে, যার নাম হলো "Kun Lbokato"। এটি ইউনেস্কো কতৃক স্বীকৃতিপ্রাপ্ত। এই মার্শাল আর্টের নিয়ম হলো হাত বা পায়ের পাশাপাশি বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা হয়। যেমন - বাঁশ, লাঠি বা যেকোনো ধরনের ধারালো অস্ত্র।
কম্বোডিয়ার সবচেয়ে বিপজ্জনক ব্যাপার
আপনি যদি কখনো কম্বোডিয়ায় যান, তাহলে ঐখানে আপনাকে খুব ভেবে চিন্তে পা ফেলতে হবে। যদিও সবজায়গাতে না, বিশেষ করে কম্বোডিয়ার বর্ডার এলাকা গুলোতে। এখনো কম্বোডিয়ার বিভিন্ন জায়গায় লক্ষাধিক ল্যান্ড মাইন পাতা আছে। এর মধ্যে বেশিরভাগ ল্যান্ড মাইন এখনো এ্যাক্টিভ অবস্থায় আছে। ১৯৮০ সালের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৬৫,০৪৩ মানুষ ল্যান্ড মাইনে মারা গেছে বা তাদের কোনো একটা অঙ্গহানি হয়েছে এবং এর মধ্যে অনেক শিশুও আছে।
এখানে কমেন্ট করুন
comment url