আরোয়ানা (Arowana) বিশ্বের সবচেয়ে দামি মাছ

আরোয়ানা (Arowana) 

আরোয়ানা (Arowana) হলো অনেক দামী এবং সুন্দর মাছগুলোর মধ্যে একটি। আরোয়ানা-কে বিশ্বের সবচেয়ে দামী মাছ বলা হয়। আরোয়ানা মাছের দাম শুনলে অনেকের চোখ কপালে উঠে যায়। আরোয়ানা মাছকে ড্রাগন ফিশ ও বলা হয়। এই মাছ নিয়ে আমাদের মধ্যে অনেক রকম কৌতূহল রয়েছে। বিশ্বের বিভিন্ন Arowana মাছ নিয়ে বিভিন্ন কুসংস্কারও রয়েছে। আজকে আমরা এই পোস্টে আরোয়ানার বিস্তারিত জানবো।


আরোয়ানা মাছের প্রজাতি ও বৈশিষ্ট্য 

পোস্টসূচীপত্রঃ আরোয়ানা মাছের বেশ অনেক প্রকারভেদ বা প্রজাতি রয়েছে। মাছের আবাসস্থল, রং এবং শারীরিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন প্রজাতির হয়। নিচে উল্লেখযোগ্য কয়েকটি আরোয়ানার প্রজাতি এবং তাদের বৈশিষ্ট্য দেওয়া হলোঃ

1. সিলভার আরোয়ানা (Silver Arowana)

এটি হলো আরোয়ানার অন্যতম একটি প্রজাতি। এর বৈজ্ঞানিক নাম হলো - Osteoglossum bicirrhosum. এই প্রজাতির মাছের শরীর উজ্জ্বল সিলভার রঙের হয় এবং এরা পানির উপরেও লাফ দিতে পারে। এরা সাধারণত দক্ষিণ আমেরিকার আমাজন নদীতে বসবাস করে।

2. গোল্ডেন আরোয়ানা (Golden Arowana)

এই প্রজাতির মধ্যেও আবার অনেকগুলো প্রকারভেদ রয়েছে। যেমনঃ

  • Golden Arowana
  • Red Tail Golden Arowana
  • Crossback Golden Arowana
  • Highback Golden Arowana
  • Super Highback Golden Arowana

গোল্ডেন আরোয়ানার বাসস্থান সুমাত্রা, ইন্দোনেশিয়াতে।

3. ব্ল্যাক আরোয়ানা (Black Arowana)

কালো আরোয়ানা বা ব্ল্যাক  আরোয়ানার বৈজ্ঞানিক নাম Osteoglossum ferreirai. এরা বাচ্চা অবস্থায় কালো রঙের হয় এবং প্রাপ্তবয়স্ক হলে এদের রঙ ধূসর কালো হয়। এরা দক্ষিণ আমেরিকায় বসবাস করে থাকে।


4. রেড আরোয়ানা (Red Arowana)

রেড আরোয়ানারও কয়েকটি ভিন্ন ভিন্ন প্রজাতি রয়েছে। যেমনঃ

  • Red Arowana
  • Blood Arowana
  • Chilli Red Arowana
  • Orange Red Arowana
  • Super Red Arowana
  • Baniar Red Arowana

এরা এদের শরীরের আকর্ষণীয় রংয়ের কারণে অনেক জনপ্রিয় এবং মূল্যবান। রেড আরোয়ানা সাধারণত কালিমান্টান ও সুমাত্রাতে বসবাস করে।

5. জার্ডিনি আরোয়ানা (Jardini Arowana) 

জার্ডিনি আরোয়ানার বৈজ্ঞানিক নাম Scleropages jardinii. এই প্রজাতির মাছের শরীর সোনালী বিন্দুতে মোড়ানো থাকে। এদের অবস্থান অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউ গিনি তে।

6. গ্রিন আরোয়ানা (Green Arowana)

গ্রিন আরোয়ানার বৈশিষ্ট্য হলো এদের শরীরে সবুজাভ থাকে। এদের অবস্থান মালয়েশিয়া, থাইল্যান্ড এবং মিয়ানমারে।

আরোয়ানা মাছের বাজার মূল্য 

আরোয়ানা, এ যেন কোনো মাছ নয় বরং স্বর্ণে মোড়ানো জীবন্ত কোনো প্রাণী। এই মাছের দাম শুনলে অনেকের চোখ কপালে উঠে যায়। বিশ্বের সবচেয়ে দামী মাছের মধ্যে আরোয়ানা কে অন্যতম বলা হয়। আমরা উপরেই জেনেছি যে, আরোয়ানা মাছের বেশকিছু প্রকারভেদ বা প্রজাতি রয়েছে। এজন্য এই মাছের বাজার মূল্য নির্দিষ্ট করে বলা যায় না। আরোয়ানা মাছের বাজার মূল্য নির্ভর করে মাছের প্রজাতি, আকার, রঙ, ইত্যাদির উপর। বিশেষ এবং বিরল প্রজাতির মাছের দাম অনেক বেশি হয়ে থাকে। বিভিন্ন লোকাল অ্যাকুরিয়াম শপ অথবা অনেক অনলাইন প্লাটফর্ম গুলোতে আরোয়ানা মাছ পাওয়া যায়।

সবচেয়ে দামী আরোয়ানা কোনটি?


সবচেয়ে দামী আরোয়ানা হলো - প্লাটিনাম আরোয়ানা। সাধারণত এই মাছ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মিঠা পানিতে বসবাস করে। এদের দেহ রূপালী সাদা। এই মাছের পুরো শরীর প্লাটিনামের মতো চকচকে সাদা রঙের। এরকম রঙের কারণে এই মাছ পানির ভেতরে একধরনের উজ্জ্বল প্রভাব সৃষ্টি করে। যা অ্যাকোয়ারিয়ামে দেখতে অত্যন্ত মোহনীয় লাগে। প্রাপ্তবয়স্ক একটি আরোয়ানা মাছ অন্তত চার ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই মাছটি শিকার ধরার ক্ষেত্রে কিছুটা হিংস্র হয়। প্লাটিনাম আরোয়ানা বিশেষভাবে আলোচিত তার আকাশচুম্বি দামের কারণে। কিছু কিছু জায়গায় এই মাছকে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। একটি প্লাটিনাম আরোয়ানার মূল্য প্রায় ৪ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৪০ লাখ টাকার সমান। কোনো কোনো নিলামে এর দাম আরো বেশি হয়। প্লাটিনাম আরোয়ানার জীবনকাল সাধারণত ১৫ থেকে ২০ বছর। 

আরোয়ানা মাছের অ্যাকুরিয়াম সেটআপ 

আরোয়ানা মাছের অ্যাকুরিয়াম সেটআপের ক্ষেত্রে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। নিচে আরোয়ানা মাছের জন্য একটি আদর্শ অ্যাকুরিয়াম সেটআপ নির্দেশিকা দেওয়া হলোঃ

আরোয়ানা মাছের অ্যাকুরিয়াম নূন্যতম ৪ ফিট দৈর্ঘ্য, ২ ফিট প্রস্থ এবং ২ ফিট গভীরতা হতে হবে। বড় প্রজাতির মাছের জন্য জন্য ৬ ফিট বা তার থেকেও বড় ট্যাঙ্ক প্রয়োজন। অ্যাকুরিয়ামে পানির তাপমাত্রা সবসময় ২৬°C থেকে ৩০°C এর মধ্যে রাখতে হবে। পানির pH মান ৬-৭ হতে হবে। সপ্তাহে অন্তত ২০-২৫% পানি পরিবর্তন করতে হবে। অ্যাকুরিয়ামে ক্যানিস্টার ফিল্টার বা স্যাম্প ফিল্টার ব্যবহার করতে হবে এবং ভালো মানের এয়ার পাম্প ব্যবহার করতে হবে। 

আপনি চাইলে অ্যাকুরিয়ামে কিছুটা সাজসজ্জা করতে পারেন। মাঝারি বা উজ্জ্বল LED আলো ব্যবহার করুন। আরোয়ানা মাছ লাইভ ফিশ, ব্রাইন শ্রিম্প খেতে পছন্দ করে। এছাড়াও এদের খাদ্য তালিকায় মিলওয়ার্ম এবং হাই প্রোটিন প্যালেট থাকে। 

ব্যক্তিগত টিপস: 

আরওয়ানা মাছের অ্যাকুরিয়ামে আক্রমণাত্মক মাছ না রাখাই ভালো। আরোয়ানা বড় হলে অ্যাকুরিয়ামের ছোট ছোট মাছ খেয়ে ফেলতে পারে। অ্যাকুরিয়ামের কভার ভালভাবে বন্ধ রাখুন, কারণ আরোয়ানা মাছ মাঝে মাঝে পানির উপরেও লাফ দেয়।  

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এখানে কমেন্ট করুন

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪