প্রিন্সেস ডায়ানার ডিভোর্সের কারণ কি ছিলো? প্রিন্সেস ডায়ানার মৃত্যু রহস্য

প্রিন্সেস ডায়ানা কে?

ব্রিটিশ রাজ পরিবারের সবচেয়ে জনপ্রিয় সদস্য ছিলেন প্রিন্সেস ডায়ানা (Princess Diana)। তার মতো জনপ্রিয়তা রাজ পরিবারের অন্য কোনো সদস্য পায়নি। তিনি সাধারণ মানুষের কাছে এতোটাই জনপ্রিয় ছিলেন যে, তাকে বলা হতো - "People's Princess"। ডায়ানা ছিলেন ইংল্যান্ডের বর্তমান রাজা চার্লসের প্রথম স্ত্রী। ডায়ানার জন্ম হয় ১৯৬১ সালের ১লা জুলাই। ব্রিটেনের Spencer নামক একটা High Class Family তে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তার জীবনের শুরু টা ছিলো রূপকথার গল্পের মতো, কিন্তু শেষটা ছিল ভয়াবহ এবং মর্মান্তিক।


পোস্টসূচীপত্রঃএমন পরিবারে জন্ম নেওয়া সত্বেও তার জীবন ছিলো খুবই সাধারণ। তিনি সুইজারল্যান্ডের একটি স্কুলে পড়াশোনা করতেন। পড়াশোনা ছাড়াও মিউজিক, পিয়ানো, নাচ এসবেও তার অনেক আগ্রহ ছিলো। 

প্রিন্সেস ডায়ানা এবং রাজা চার্লসের সম্পর্ক 

ডায়ানার বয়স যখন মাত্র ১৬ বছর, তখন প্রথম চার্লসের সাথে তার দেখা হয়। ঐসময়ে চার্লসের বয়স ছিলো ২৯ বছর। তখন ডায়ানার এক বোনের সাথে চার্লসের সম্পর্ক ছিলো। এছাড়াও চার্লস বহু সম্পর্কে জড়িত ছিলেন (একজন প্লে বয়ের মতো)। 

২ বছর পর প্রিন্সেস ডায়ানা লন্ডনের একটি স্কুলে শিক্ষকতা শুরু করেন পাশাপাশি বাচ্চাদের দেখাশোনাও করতেন। ঐসময়ে তার পারিশ্রমিক ছিলো প্রতি ঘন্টায় ৫ ডলার। চার্লসের এক জন্মদিনের পার্টিতে ডায়ানা কে ইনভাইট করা হয়। জানা যায়, এখান থেকেই ডায়ানা এবং চার্লসের বন্ধুত্ব শুরু হয়। আস্তে আস্তে তাদের বন্ধুত্ব ভালোবাসার সম্পর্কে পরিণত হয়। কিন্তু এই সম্পর্কে ডায়ানা যতটা গভীরে ছিলেন, চার্লস ততোটা ছিলেন না। 

কেন ডিভোর্স হয়েছিলো প্রিন্সেস ডায়ানার?

প্রিন্সেস ডায়ানার কাছে সবকিছু থাকলেও, ছিলোনা শুধু ভালোবাসার মানুষের কাছে নিজের সম্মান। তিনি একবার বলেছিলেন – " আমাকে সারা দুনিয়ার মানুষ ভালোবেসেছে, শুধু একটি মানুষ ছাড়া যাকে আমি ভালোবেসেছিলাম "। শেষে বাধ্য হয়ে রাজ পরিবারের সাথে সকল সম্পর্কের ইতি টানেন তিনি। প্রিন্সেস ডায়ানা এবং রাজা চার্লস যখন সম্পর্কে ছিলেন, তখন থেকেই চার্লসের বহু নারীর প্রতি আসক্তি সম্পর্কে শুনেছিলেন ডায়ানা। কিন্তু তিনি সেগুলো বিশ্বাস করতেন না। 

১৯৮১ সালের ফেব্রুয়ারি মাসে প্রিন্সেস ডায়ানা এবং চার্লসের Engagement এর কিছুদিন পরে একজন রিপোর্টার তাদেরকে জিজ্ঞাসা করে, আপনারা কি একে অপরকে ভালোবাসেন? উত্তরে প্রিন্সেস ডায়ানা বলেন " হ্যা অবশ্যই "। কিন্তু চার্লস কিছুক্ষণ চুপ থাকেন এবং বলেন "ভালোবাসার অর্থ কি?"

পরবর্তীতে ডায়ানা বলেন - আমি ঐ মূহুর্ত থেকে বুঝতে পেরেছিলাম আমি অনেক বড় ভুল করে ফেলেছি। Engagement এর পর থেকেই ডায়ানা মিডিয়াতে ফেমাস হয়ে যায়। তারপর থেকে তিনি লন্ডন ছেড়ে প্যালেসে থাকতে শুরু করেন। কিন্তু বিশাল বড় প্যালেসে তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিলো না, তিনি একাকিত্বে ভুগতে থাকেন। 

অবশেষে ডায়ানার ২০ তম জন্মদিনের ৩ সপ্তাহ পরে ১৯৮১ সালের ২৯শে জুলাই ডায়ানা এবং চার্লের বিয়ের তারিখ নির্ধারণ হয়। তাদের বিয়ে লাইভ টেলিকাস্ট করা হয়। সবমিলিয়ে ১০০ কোটি মানুষ তাদের এই লাইভ টেলিকাস্ট দেখেন। 


পরে ডায়ানা জানিয়েছিলেন, বিয়ের আগে মাত্র ১৩ বার চার্লসের সাথে তার দেখা হয়েছিল। আর তিনি বিয়ের আগের দিন জানতে পেরেছিলেন -  চার্লস তাকে ভালোবাসেন না। এই সময়ে ক্যামেলিয়া নামক এক বিবাহিত নারীর সাথে চার্লসের সম্পর্ক চলছিলো। কিন্তু চার্লস ঐসময়ে ক্যামেলিয়া কে বিয়ে করতে পারছিলো না। কারণ, ক্যামেলিয়া কে বিয়ে করতে হলে ক্যামেলিয়ার বর্তমান স্বামীর থেকে ডিভোর্স নিতে হবে। কিন্তু সেই সময়ে ব্রিটিশ রাজ পরিবারের নিয়ম ছিলো - কোনো ব্রিটিশ রাজ পরিবারের পুরুষ কোনো ডিভোর্সি নারীকে বিয়ে করতে পারবে না। এই কারনেই চার্লস বিয়ের জন্য ডায়ানাকে বেছে নিয়েছিলেন। কিন্তু তাদের মধ্যে ভালোবাসা ছিলো একতরফা। 

বিয়ের পর রাজ পরিবারের কেউ তার প্রতি আন্তরিক ছিলো না। তার অসুস্থতার সময়ে কেউ তাকে সাহায্য করেনি। এদিকে চার্লসের সাথে তার সম্পর্কের অবনতি হতে থাকে। এক পর্যায়ে প্রিন্সেস ডায়ানা রাণী এলিজাবেথের কাছে পরামর্শ চান। ঐসময়ে রানী এলিজাবেথ বলেন "আমি জানিনা এখন তোমার কি করা উচিত, চার্লসের উপর আমিও ভরসা করতে পারিনা" 

এক পর্যায়ে রাজ পরিবারে দম বন্ধ হওয়ার উপক্রম হলো প্রিন্সেস ডায়ানার। এই সময়ে ডায়ানা তার ২ সন্তানের জন্ম দেন। প্রিন্সেস ডায়ানার এতো সমস্যা থাকা সত্বেও তিনি কখনোই সাধারণ মানুষের থেকে মুখ ফিরিয়ে নেননি। সবসময় সাধারণ মানুষের পাশে থাকতেন। ব্রিটিশ রাজ পরিবারের সকল প্রটোকল ভেঙে প্রায়ই বেরিয়ে পড়তেন সাধারণ মানুষের সাহায্যে। 

১৯৯২ সালে রাজা চার্লস ও প্রিন্সেস ডায়ানার সেপারেশন হয়ে যায় এবং তারা আলাদা থাকতে শুরু করেন। এই সেপারেশনে রাজ পরিবারের সদস্য দের সম্মতি ছিলো না। প্রিন্সেস ডায়ানা জানান – এই সময়ে আমার উপর নজর রাখা হতো, এমনকি আমার ফোনও ট্যাপ করা হতো। ১৯৯৫ সালে রাজ পরিবার থেকে ডায়ানাকে ডিভোর্সের জন্য চাপ দেওয়া হয়। আর, ১৯৯৬ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। 

প্রিন্সেস ডায়ানার মৃত্যু হয় কিভাবে? 

তার নিয়তি তে লেখা ছিলো এক মর্মান্তিক পরিণতি। ডিভোর্সের ১ বছরের মধ্যেই ১৯৯৭ সালের ৩১শে আগস্ট রাতের বেলা প্যারিসের রাস্তায় একটি টানেলে প্রিন্সেস ডায়ানার গাড়ি এক্সিডেন্ট হয়। গাড়িতে মোট ৪ জন ছিলেন। এরমধ্যে ২জন সাথে সাথে মারা যান। ১ জন বেঁচে যান। আর ডায়ানা মারাত্মক ভাবে জখম হন, তার এক হাত ভেঙে গিয়েছিল। তাকে সাথে সাথেই হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার রা টানা ২ ঘন্টা অপারেশন করে, কিন্তু ডায়ানার আর জ্ঞান ফেরেনি। তিনি ভোর ৪টার দিকে মারা যান। 

প্রিন্সেস ডায়ানার মৃত্যু হয়েছিলো নাকি তাকে হত্যা করা হয়েছিলো?

প্রিন্সেস ডায়ানার মৃত্যু নিয়েও অনেক ষড়যন্ত্রের আভাস পাওয়া যায়। ডায়ানার গাড়ি যখন টানেলে ঢুকে ছিলো, তখন তার পিছু করছিলো কিছু সাংবাদিক। কিন্তু যখন ডায়ানার এক্সিডেন্ট হয়, তখন সাংবাদিক / ফটোগ্রাফার রা সাহায্য না করে ছবি তুলতে থাকে। এছাড়াও ডায়ানার গাড়ির ড্রাইভারের রক্তে এলকোহলের পরিমাণ পাওয়া যায়। অনেক বিশেষজ্ঞ রা বলেন – ডায়ানা গাড়িতে সিট বেল্ট পরেই ছিলেন, অথচ যে ব্যক্তি বেঁচে গিয়েছিলো সে কোনো সিট বেল্ট পরেছিলেন না। এর কিছুদিন পর প্রিন্সেস ডায়ানার একটি নোট সবার সামনে আসে, যেটি তিনি তার মৃত্যুর মাত্র কয়েকদিন আগেই লিখেছিলেন। সেই নোটে লেখা ছিলো " আমার হাসবেন্ড আমাকে গাড়ি এক্সিডেন্টে মারার প্লানিং করছে, ব্রেক ফেইল করে "


এই নোটের পর সবাই ধারণা করে যে, মৃত্যুর সময় প্রিন্সেস ডায়ানা হয়তো প্রেগন্যান্ট ছিলো। আর রাজ পরিবার ডায়ানার জনপ্রিয়তা নিয়ে দুশ্চিন্তায় ছিলো। তাই ডায়ানাকে হয়তো প্লানিং করেই মেরে ফেলা হয়েছে। যদিও পরবর্তীতে ব্রিটিশ পুলিশ চার্লসের উপর তদন্ত করেছিলো। কিন্তু কিছুই পায়নি তারা। ডায়ানার মৃত্যুর ৭ দিন পরেও ব্রিটিশ রাজ পরিবারের পক্ষ থেকে অফিশিয়াল কোনো শোক বার্তা আসেনি। তবে প্রিন্সেস ডায়ানার জনপ্রিয়তা রাজ পরিবারকে বাধ্য করেছিলো শোক বার্তা জানাতে। সম্মানের সাথে তার শেষ কীর্ত সম্পন্ন করা হয়। আর এটি লাইভ টেলিকাস্ট করা হয়েছিল এবং ২৫০ কোটি মানুষ সেটা দেখেছিলো। মাত্র ৩৬ বছর বয়সেই তিনি মারা যান। আজ থেকে প্রায় ২৫ বছর আগে মারা গেছেন তিনি। কিন্তু এখনো তিনি সাধারণ মানুষের কাছে People’s Princess হয়েই থেকে গেছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এখানে কমেন্ট করুন

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪