ইউরোপের অদ্ভুত ও মজার ১০টি আইন
ইউরোপের অদ্ভুত ও মজার ১০টি আইনঃ আইন তৈরি করা হয়েছে মানুষের উপকারের জন্য, মানুষের অসৎ উদ্দেশ্যকে ব্যর্থ করার জন্য। তবে ইউরোপের কিছু দেশগুলোতে এমন কিছু আইন রয়েছে যা শুনতে কিছুটা অদ্ভুৎ এবং হাস্যকর।
আমাদের দেশে কি এরকম কোনো অদ্ভুৎ আইন আছে?
1. ইতালির ত্রেন্টো শহরে, পোষা মুরগিদের দিনে অন্তত একবার বাইরে হাঁটাতে বের করতে হবে।
(আইনটি প্রাণীর অধিকার নিশ্চিত করার জন্য নেয়া হয়েছে)
2. ফ্রান্সে বিশেষ অনুমতি নিয়ে মৃত ব্যক্তির সঙ্গে বিয়ে করা বৈধ।
(এই আইনটি প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রণীত হয়, যখন সৈনিকরা বিয়ে করার আগেই যুদ্ধে মারা যেত)
3. জার্মানির অনেক শহরে নিজ বাড়ির সামনে গাড়ি ধোয়া বেআইনি।
(এটি পরিবেশ দূষণ রোধে করা হয়েছে)
4. ডেনমার্কে বাচ্চার নাম রাখতে হলে সরকার অনুমোদিত ৭,০০০ নামের তালিকা থেকে বেছে নিতে হবে। (উদ্ভট নাম দিয়ে কাউকে বিব্রত করা থেকে বিরত রাখতে এই আইন)
6. নেদারল্যান্ডসে পোষা প্রাণীর জন্য জন্মদিনের পার্টি আয়োজন করলে প্রতিবেশীদের আমন্ত্রণ জানানো বাধ্যতামূলক।
7. পর্তুগালে কিছু সমুদ্রতীরে কাজ করার জন্য Laptop বা Phone ব্যবহার করা বেআইনি।
(এটি মানুষকে প্রকৃতির সঙ্গে সময় কাটানোর জন্য উৎসাহিত করে)
8. সুইডেনে শিশুদের দুপুরের সময় পড়াশোনা করানো বেআইনি। এই সময় বিশ্রামকে বাধ্যতামূলক করা হয়েছে।
9. গ্রীসের একটি আইন অনুসারে, পাবলিক স্পেসে ভিডিও গেম খেলা নিষিদ্ধ।
এখানে কমেন্ট করুন
comment url