হাইকু সিঁড়ি বা হাওয়াই এর নিষিদ্ধ স্বর্গের সিঁড়ি

হাইকু সিঁড়ি বা স্বর্গের সিঁড়ি 

ভ্রমণ পিপাসু মানুষ দের কাছে খুবই জনপ্রিয় হাইকু সিঁড়ি। হাইকু সিঁড়ি প্রায় ২,৪০০ ফুট উঁচু। এই সিঁড়িতে আনুমানিক ৩,৯২২ টি ধাপ রয়েছে। এর ধাপ গুলো লোহার তৈরি। এই সিঁড়ি বেয়ে উঠলে মনে হবে মেঘের মাঝে পৌঁছে গেছেন, এজন্য একে 'স্বর্গের সিঁড়ি' বলা হয়।


হাইকু সিঁড়ি কোথায় অবস্থিত? 

পোস্টসূচীপত্রঃহাইকু সিঁড়ি বা স্বর্গের সিঁড়ি হাওয়াই এর ওহু দ্বীপে অবস্থিত। হাওয়াই এর সৌন্দর্য নিয়ে পর্যটকদের নতুন করে কিছু বলার নেই। এখানে পাহাড় ও সমুদ্র উভয়ই রয়েছে। হাওয়াই এর ওহু দ্বীপ পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। হাওয়াইয়ের হাইকু উপত্যকায় রয়েছে এই স্বর্গের সিঁড়ি। এ নিয়ে মানুষের কৌতূহলের কোন শেষ নেই। কোন স্বর্গে পৌছে দেয় এই সিঁড়ি? এর পেছনে কি কোনো অলৌকিক কিছু রয়েছে? উত্তর - না। এর পেছনে অলৌকিক কিছু নেই, তবে রয়েছে এক ইতিহাস। 

ইতিহাস 

১৯৪১ সালে জাপানি রা হাওয়াই এর দ্বীপপুঞ্জের পার্ল হারবারে আক্রমণ করে। এর মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী নিজেদের মধ্যকার সামরিক যোগাযোগ বা সম্পর্ক দৃঢ় করার জন্য ২০০ ফিট উচ্চতায় এই উপত্যকায় একটি গোপন রেডিও স্টেশন স্থাপন করে। এখানে পৌছানোর জন্য নির্মাণকারী দল ৩,৯২২ ধাপের ইস্পাত বা লোহার সিঁড়ি পাহাড়ের গায়ে গেঁথে দেয়। এই সিঁড়ি একদম খাড়া ভাবে অবস্থানের ফলে যাতায়াত করাটা অনেক বিপজ্জনক হয়ে যায়। বিশ্বের অনেক পর্যটক রোমাঞ্চকর এই পথ পাড়ি দেয়ার চেষ্টা করেছেন। ফলে বাধ্য হয়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এই সিঁড়ি সর্বসাধারণের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। ১৯৭৫ সালে এটা আবার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তখন অনেক পর্যটক এই সিঁড়ি পাড়ি দিতে যায়। কিন্তু এতো বেশি মানুষের চাপে উন্মুক্ত করার কিছু দিনের মধ্যেই সিঁড়ির বেশ কিছু জায়গা ভেঙে যায়। ফলে এটা আবারও বিপজ্জনক হয়ে যায়। তাই ১৯৮৭ সালের দিকে আবারও এই সিঁড়ি সর্বসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। 

হাইকু সিঁড়ি কি ভেঙে ফেলা হয়েছে? 

যুক্তরাষ্ট্রের প্রশাসন অনেকবার এই সিঁড়ি টা ভেঙে ফেলতে চেয়েছিল। কিন্তু 'Friends of Haiku Stairs' নামের একদল সেচ্ছাসেবী সংগঠন এই সিঁড়ি টাকে রক্ষা করার দ্বায়িত্ব নেয়। বর্তমানে নিষিদ্ধ অবস্থায় তাদের তত্ত্বাবধানেই রয়েছে এই হাইকু সিঁড়ি বা স্বর্গের সিঁড়ি। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এখানে কমেন্ট করুন

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪