কালো জাদু কি? কালো জাদু থেকে বাচার আমল বা উপায়
কালো জাদু কি?
কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক হলো এমন এক ধরনের কাজ যা অন্যের ক্ষতি করার জন্য বা অবৈধভাবে নিজের স্বার্থ লাভের জন্য করা হয়। এটি একটি প্রাচীন প্রথা।
পোস্টসূচীপত্রঃআরো সহজ ভাবে বললে বলা যায়, কালো জাদু হলো জাদুকর ও খারাপ জীনের মধ্যে এক প্রকার চুক্তি। জীন, জাদুকরকে কিছু উদ্ভট কাজ করতে বলে, জাদুকর জীনের কথামতো ঐ কাজ গুলো করলে তখন জীন ও জাদুকরের কথামতো জাদুকরের কাজ গুলো করে দেয়।
কালো জাদু কি সত্যি?
কালো জাদু করা হয় মূলত জীনদের মাধ্যমে। হ্যা, কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক সত্যি। কিছু খারাপ জীনের সহায়তা নিয়ে এই কালো জাদু করা হয়। আমাদের নবী কেও কালো জাদু করা হয়েছিল। অনেকেই কালো জাদু বিশ্বাস করে না। কিন্তু পবিত্র কোরআনে কালো জাদুর কথা বলা হয়েছে।কিছু মানুষ শয়তানের উপাসনা করার মাধ্যমে কিছু খারাপ জীনকে নিজের আয়ত্তে নিয়ে আসে, এবং তাদের মাধ্যমে এই ধরনের কালো জাদু করে থাকে।
কালো জাদুর ইতিহাস
আমাদের দেশের অনেক মানুষ কালো জাদুর শিকার হয়েছেন এবং এখনো হচ্ছেন। অনেক ক্ষেত্রে এই কালো জাদুর ব্যবহার করা হয়। শুধু মাত্র আমাদের দেশেই না, সারা পৃথিবীতে এই কালো জাদু করা হয়। কালো জাদুর ইতিহাস বহু প্রাচীন। প্রাচীনকালে মানুষ অদৃশ্য শক্তির সাহায্যে তাদের জীবনের সমস্যা সমাধান করার চেষ্টা করত। কিন্তু বর্তমানে নেতিবাচক উদ্দেশ্যে কালো জাদু করা হয়। অনেক প্রাচীন গুহার মধ্যে কালো জাদুর কার্যকলাপ দেখা গেছে। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে কালো জাদুর চর্চা করা হয়। বর্তমানে বাংলাদেশের অনেক তান্ত্রিকরা এই ধরনের কাজ করে থাকে। আমাদের প্রতিবেশী দেশ ভারতেও ব্যাপক হারে কালো জাদুর চর্চা করা হয়। বিশেষ করে ভারতের আসাম এবং দক্ষিণ ভারতের কিছু অঞ্চল কালো জাদুর জন্য বিখ্যাত।
কালো জাদুর লক্ষণ কি কি?
হতে পারে কেউ একজন আপনার ক্ষতি করার জন্য আপনার উপর কালো জাদু করেছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার উপর কালো জাদু করা হয়েছে? বেশকিছু লক্ষণ আছে, যেগুলো দেখলে বোঝা যায় যে তার উপর কালো জাদু করা হয়েছে, নিচে এরকম কিছু লক্ষণ উল্লেখ করা হলোঃ
- পারিবারিক অশান্তি
- মানসিক অস্থিরতা
- অজ্ঞাত ভয় ও দুঃস্বপ্ন
- শারীরিক অসুস্থতা ও দুর্বলতা
- ব্যবসায় ব্যর্থতা ও আর্থিক লোকসান
- কোনো চিকিৎসায় কাজ হয় না
- অস্বাভাবিক কাজকর্ম করে
- হঠাৎ করে প্রচন্ড মাথা ব্যাথা, ইত্যাদি।
কালো জাদু থেকে বাচার আমল বা উপায়
বাসায় প্রবেশের সময় এবং বাসা থেকে বের হওয়ার সময় দোয়া পড়বেন। বাথরুমে ঢোকার সময় এবং বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া পড়বেন। সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করবেন না। সকাল-সন্ধ্যা দোয়া, জিকির করবেন। সব কাজ বিসমিল্লাহ বলে করবেন। বাসায় সুরা বাকারা তেলাওয়াত করবেন। বিনা প্রয়োজনে রাতে বাইরে ঘুরাঘুরি করবেন না।
পরিশেষে
কালো জাদুর কাছে বিজ্ঞানের সমস্ত সূত্র, গবেষণা হার মেনে যায়। ইসলামে কালো জাদু সম্পূর্ণ হারাম। কালো জাদু করার ফলে মানুষ আল্লাহর পথ থেকে দুরে সরে যায় এবং জাহান্নামের পথে চলে যায়। যদি কোনো মুসলমান কালো জাদু চর্চা করে, তাহলে সে কাফের হয়ে যায়। আমাদের উচিৎ এই কুফরি কাজ থেকে নিজেদেরকে দুরে রাখা। কালো জাদু করা কবিরা গুনাহ। আল্লাহ তায়ালা আমাদের এই হারাম কাজ থেকে দুরে থাকার তৌফিক দান করুন।
এখানে কমেন্ট করুন
comment url