ওয়েব ডেভেলপমেন্ট কি? ওয়েব ডেভেলপমেন্ট করে কত টাকা আয় করা যায়?

ওয়েব ডেভেলপমেন্ট কি?

শুরু থেকে শেষ পর্যন্ত পুরো একটা ওয়েবসাইট তৈরি এবং রক্ষণাবেক্ষণের প্রক্রিয়াকে ওয়েব ডেভেলপমেন্ট বলে। 



পোস্টসূচীপত্রঃওয়েব ডেভলপমেন্ট কে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়। 

  1. ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্ট 
  2. ব্যাক-এন্ড ডেভেলপমেন্ট 

ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্ট – শুধুমাত্র ফ্রন্ট-এন্ড শিখেও ফ্রিল্যান্সিং করা যায়। এর জন্য  HTML, CSS, Javascript, PSD to HTML এই বিষয়গুলো জানা অত্যাবশ্যক। ফ্রন্ট-এন্ড এর কাজের জন্য শেখা কোডিং এর মাধ্যমে অন্যান্য সার্ভিস দিয়েও ফিন্যান্সিং করা যায়। 

ব্যাক-এন্ড ডেভেলপমেন্ট – সবচেয়ে বেশি পেমেন্ট পাওয়া যায় ব্যাক-এন্ড এর কাজের মাধ্যমে। এজন্যে PHP (Laravel) এখন জনপ্রিয়। তবে, আমি ব্যক্তিগতভাবে Python শেখার জন্য Recommend করি। কারণ ভবিষ্যতে এর চাহিদা যেমন বেশি হবে, তেমনি কাজও করা যাবে সহজে। 

ওয়েব ডেভেলপমেন্টের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে

  • ওয়েব ডিজাইন 
  • রেসপন্সিভ ডিজাইন 
  • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন 
  • সিকিউরিটি 

ওয়েব ডিজাইন – একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে, সেটা নির্ভর করে developer কেমন ডিজাইনে ওয়েবসাইট তৈরি করছে সেটার উপর। অর্থাৎ, ওয়েব ডিজাইনের উপর।  

রেসপন্সিভ ডিজাইন – সাধারণত একটি ওয়েবসাইটের সবচেয়ে বেশি ভিউজ হয় মোবাইল থেকে। কিন্তু কিছু কিছু ওয়েবসাইট কম্পিউটার সাপোর্ট পেলেও মোবাইলে সাপোর্ট পায় না বা পেতে অনেক সময় লাগে। রেসপন্সিভ ডিজাইন হলো ওয়েবসাইটটি যাতে মোবাইল সহ সকল ডিভাইসে ভালোভাবে চলে সে লক্ষ্যে কাজ করে। 

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন – একটি সম্পূর্ণ  ওয়েবসাইট যাতে সব ব্রাউজারে ভালোভাবে দেখা যায় এবং সার্চ করে খুব সহজেই খুঁজে পাওয়া যায় তার জন্য অপটিমাইজ করা হয়। 

সিকিউরিটি – আপনার ওয়েবসাইটে যখন কোনো ভিজিটর ভিজিট করবে, তখন তার ডেটা গুলোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে। 

ওয়েব ডেভেলপমেন্ট শিখবো কিভাবে? ওয়েব ডেভেলপমেন্ট শেখার সহজ উপায় 

আমরা আগেই জেনেছি ওয়েব ডেভেলপমেন্টের প্রধানত দুইটি অংশ থাকে। ফ্রন্ট-এন্ড এবং ব্যাক-এন্ড। 

প্রথমে আপনাকে ফ্রন্ট-এন্ড শিখতে হবে। ওয়েবসাইটের ডিজাইন, লেআউট, বাটন ইত্যাদি এগুলো ফ্রন্ট-এন্ড এর মাধ্যমে করা হয়। ফ্রন্ট-এন্ড এর মধ্যে আপনাকে HTML, CSS, Javascript এগুলো শিখতে হবে। ওয়েবসাইটের কনটেন্ট তৈরিতে HTML এর ব্যবহার করা হয়। HTML দিয়ে টেক্সট, ছবি, লিঙ্ক ইত্যাদি যোগ করা যায়। CSS এর মাধ্যমে ওয়েবসাইটের ডিজাইন এবং লেআউট তৈরি করা হয়। অর্থাৎ, CSS দ্বারা একটি ওয়েবসাইটকে নিজের মতো করে সুন্দর ভাবে সাজানো যায়। একটি ওয়েবসাইটের বিভিন্ন ফিচার কিংবা বাটন তৈরিতে Javascript এর ব্যবহার করা হয়।

ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্টে আপনি ভালোভাবে দক্ষ হওয়ার পর ব্যাক-এন্ড ডেভেলপমেন্ট শিখতে পারেন। ব্যাক-এন্ড এর মধ্যে Python, PHP, Node.js, বা Ruby যেকোনো একটি বিষয়ে দক্ষ হতে হবে। ব্যাক-এন্ডে সাধারণত ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ করা হয়। 

আপনি চাইলে আপনার ওয়েব ডেভেলপমেন্ট শেখার শুরুটা ইউটিউবের ভিডিও দেখেও করতে পারেন। এই বিষয়ে ইউটিউবে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন। এতো এতো ভিডিওর মধ্যে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কোন চ্যানেলের ভিডিও দেখে শুরু করবেন? তাহলে আমি আপনাকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করবো এই ৩টি চ্যানেলের নাম – 

  1. freeCodeCamp.org
  2. Traversy Media 
  3. Programming Hero

এই চ্যানেলগুলো থেকে আপনি ওয়েব ডেভেলপমেন্টের অনেক কিছু জানতে বা শিখতে পারবেন। তবে আমি মনে করি কোন কিছু শেখার জন্যে একটা ভালো গাইড লাইনের প্রয়োজন হয়। গাইডলাইন বাদেও আপনি শিখতে পারবেন কিন্তু সেটা অনেক কষ্টকর বা সময় সাপেক্ষ হয়ে যায়। ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে অনলাইনে অনেক কোর্স রয়েছে। যাচাই বাছাই করে একটি কোর্স করতে পারেন আপনি। এতে করে কাজ করার সময় যেকোনো সমস্যায় সাপোর্ট পাবেন আপনি। 

ধরুন আপনি ইউটিউবের টিউটোরিয়াল দেখে অথবা কোনো একটা কোর্স করে কাজ শিখছেন বা শিখেছেন। দক্ষ হতে হলে আপনাকে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার জন্য আপনি এই ওয়েবসাইট গুলোকে বেছে নিতে পারেন 

যত বেশি প্র্যাকটিস করবেন তত দক্ষতা বাড়বে।

ওয়েব ডেভেলপমেন্ট শিখতে কতদিন লাগে? 

ওয়েব ডেভেলপমেন্ট শিখতে কত সময় লাগবে তা নির্ভর করে বেশ কয়েকটি বিষয়ের উপর। যেমন- ওয়েব ডেভেলপমেন্টে আপনি কেমন দক্ষ হতে চান, শেখার প্রতি আপনার আগ্রহ এবং শেখার গতি কেমন, শিখতে আপনি কত ঘন্টা সময় দিচ্ছেন, এগুলোর উপর। আপনি যদি শুরু থেকে শুরু করেন এবং প্রতিদিন ২/৩ ঘন্টা সময় দিলে ১ - ৩ মাসের মধ্যে বেসিক ওয়েব ডেভেলপমেন্ট শিখে নিতে পারবেন। ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্ট শিখতে ৩-৬ মাস সময় লাগতে পারে। নিয়মিত কাজ করলে আরেকটু কম সময়েও শিখতে পারবেন। আবার, ব্যাক-এন্ড ডেভেলপমেন্টের কাজ শিখতেও ৩-৬ মাস সময় লাগতে পারে। আপনি যদি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, তাহলে ৬-১২ মাস সময় লাগতে পারে। পরিশেষে, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টে দক্ষ হতে হলে ১-২ বছর নিয়মিত কাজ করতে হবে। ওয়েব ডেভেলপমেন্ট শিখা একটি চলমান প্রক্রিয়া। নিয়মিত শিখতে থাকাই এর সফলতার মূলমন্ত্র। 

ফ্রিল্যান্সিংয়ে ওয়েব ডেভেলপমেন্টের কাজ কিভাবে পাবো? 

ফ্রিল্যান্সিংয়ে ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ পেতে হলে আপনাকে ফ্রিল্যান্সিং প্লাটফর্ম গুলোতে নিজের প্রোফাইল তৈরি করতে হবে। যেমন- Upwork, Fiverr, Freelancer, এবং Toptal এর মতো প্ল্যাটফর্মগুলোতে নিজের প্রোফাইল তৈরি করুন। আপনার প্রোফাইলে আপনি আপনার পোর্টফোলিও, আপনার দক্ষতা, এবং পূর্বে যদি কোন কাজ করে থাকেন তাহলে সেই কাজের প্রমাণ যুক্ত করুন। কারণ ক্লায়েন্ট রা সাধারণত প্রোফাইল দেখেই কাজ দিয়ে থাকে। আপনার প্রোফাইল কে প্রফেশনাল ভাবে তৈরি করুন। 

মার্কেটপ্লেসের বাইরে কাজ পেতে হলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। যেমন, Linkedin এ আপনার কাজগুলো শেয়ার করুন। ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড বিভিন্ন গ্রুপে জয়েন করুন। অনেক ক্লায়েন্ট Linkedin এ এসে ফ্রিল্যান্সারদের খোঁজ করে। এছাড়াও, Facebook এ বিভিন্ন ফ্রিল্যান্সিং গুরুপে যুক্ত হন। যেমন- Freelancer of Bangladesh (FOB), Freelancer Community in Bangladesh. সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে বা কমিউনিটিতে কেউ যদি ছোটখাটো কোনো সমস্যার কথা শেয়ার করে, তাহলে বিনামূল্যে অথবা স্বল্প খরচে সেটার সমাধান দেয়ার চেষ্টা করুন। 

Fiverr এ ছোট ছোট গিগ তৈরি করুন। ছোট কাজ দিয়ে শুরু করলে প্রথম দিকে রিভিউ পেতে সুবিধা হয়। প্রতিনিয়ত প্র্যাকটিস করুন, নিজের প্রোফাইল আপডেট করুন, এবং নিজের দক্ষতা বৃদ্ধি করুন। 

ওয়েব ডেভেলপমেন্ট করে কত টাকা আয় করা যায়? 

ওয়েব ডেভেলপমেন্টের ইনকাম নির্ভর করে আপনার দক্ষতা, অভিজ্ঞতা, কাজের ধরন এবং মার্কেটপ্লেসে ঐ কাজের চাহিদার উপর। বর্তমানে মার্কেটপ্লেসে ওয়েব ডেভেলপমেন্ট এর চাহিদা অনেক। মার্কেটপ্লেসে সাধারণত ওয়েব ডেভেলপার রা 10$ থেকে 100$ প্রতি ঘন্টায় আয় করে থাকে। ছোট ব্লগ ওয়েবসাইট বা বিজনেস ওয়েবসাইট তৈরির কাজের জন্যে 300$ থেকে 1000$ ইনকাম হতে পারে। আর বড় বা কাস্টম ই-কমার্স ওয়েবসাইট তৈরির জন্য 1000$+ ইনকাম হতে পারে।

ওয়েব ডেভেলপমেন্ট শিখে ফ্রিল্যান্সিং না করেও অনেকে লোকাল জব করে ইনকাম করে। বাংলাদেশে, জুনিয়র ডেভেলপার রা প্রতিমাসে ১৫,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারে। মিড-লেভেলের ডেভেলপাররা প্রতিমাসে ৩০,০০০ থেকে ৬০,০০০ টাকা বেতন পেয়ে থাকে।অভিজ্ঞ ডেভলপারদের বেতন ৭০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা বা তার বেশি হতে পারে। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এখানে কমেন্ট করুন

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪