রিমোট জব কি? রিমোট জব করে মাসে লাভ টাকা আয়

রিমোট জব কি?

পৃথিবীর এক প্রান্তে বসে পৃথিবীর অন্য প্রান্তের কোন প্রতিষ্ঠানে কাজ করাকেই রিমোট জব বলে। এক কথায় আপনি একটি প্রতিষ্ঠানে কর্মী হিসেবে কাজ করেন, কিন্তু আপনাকে ওই প্রতিষ্ঠানে নিয়মিত যেতে হবে না। আপনি ঘরে বসেই অফিসের কাজগুলো করতে পারবেন। 

পোস্টসূচীপত্রঃএই ধরনের কাজগুলোকে রিমোট জব বলে। 


রিমোট জবের গুরুত্ব 

  1. কর্মজীবনের নমনীয়তা 
  2. যাতায়াতের ঝামেলা নেই 
  3. উৎপাদনশীলতা বৃদ্ধি পায় 
  4. বিশ্বব্যাপী প্রতিভা বৃদ্ধি পায়
  5. মানসিক সুস্থতা  

1. কর্মজীবনের নমনীয়তারিমোট জবে কর্মীরা যেকোনো স্থান থেকে কাজ করতে পারে এবং কাজের সময়সূচি তাদের জীবনযাত্রার সাথে মানিয়ে নিতে পারে। 

2. যাতায়াতের ঝামেলা নেই – যেহেতু ঘরে বসেই কাজ করা যায়, তাই অফিসে যাতায়াতের ঝামেলা থাকে না। এতে করে সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হয়। 

3. উৎপাদনশীলতা বৃদ্ধি পায় – রিমোট জবের ক্ষেত্রে কর্মীরা নিজেদের ঘরে বসেই অত্যন্ত আরামে কাজ করতে পারে, যা তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করে। 

4. বিশ্বব্যাপী প্রতিভা বৃদ্ধি পায় – এখানে প্রতিষ্ঠানগুলো পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে দক্ষ কর্মী নিয়োগ করে, যার ফলে প্রতিভার পরিধি বাড়ে। 

5. মানসিক সুস্থতা – রিমোট জব করলে পরিবার ও ব্যক্তিগত জীবনের সাথে ভারসাম্য রক্ষা করা সহজ হয়। যা কর্মীদের সময় বাঁচায়, মানুষের চাপ কমায়, কাজের প্রতি তৃপ্তি ও মানসিক সুস্থতা বজায় রাখে। 

বর্তমান বিশ্বে রিমোট জব কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছে যা আগামীর কর্মসংস্থানের প্রয়োজনীয়তা পূরণে সহায়ক ভূমিকা রাখে। 


রিমোট জবের জন্য প্রয়োজনীয় দক্ষতা 

  1. যোগাযোগের দক্ষতা 
  2. প্রযুক্তিগত জ্ঞান 
  3. নিজ থেকে উদ্যোগ নেওয়ার ক্ষমতা 
  4. সমস্যা সমাধানের দক্ষতা 
  5. লিখিত যোগাযোগের দক্ষতা 

1. যোগাযোগের দক্ষতা – অনলাইন প্লাটফর্ম গুলোতে কাজের ক্ষেত্রে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেক্সট এবং ভিডিও কলের মাধ্যমে সুস্পষ্টভাবে তথ্য আদান প্রদান করার দক্ষতা থাকতে হবে। 

2. প্রযুক্তিগত জ্ঞান – রিমোট জবের জন্য বেশ কিছু সফটওয়্যার বা টুলস আছে, এগুলো ব্যবহারে দক্ষ হওয়া জরুরী। 

3. নিজ থেকে উদ্যোগ নেওয়ার ক্ষমতা – রিমোট জব করার ক্ষেত্রে নিজের থেকে উদ্যোগ নেওয়ার ক্ষমতা থাকতে হবে। 

4. সমস্যা সমাধানের দক্ষতা – যে কোনো সমস্যা নিজেই সমাধান করা শিখতে হবে। যেহেতু এটা দূরবর্তী কাজ, তাই তৎক্ষণাৎ সহায়তা নাও পাওয়া যেতে পারে। 

5. লিখিত যোগাযোগের দক্ষতা – ইমোর জবের জন্য বেশিরভাগ যোগাযোগ ইমেইলে টেক্সট এর মাধ্যমে হয়ে থাকে। তাই লেখার মাধ্যমে নিজের চিন্তাধারা প্রকাশ করার দক্ষতা থাকতে হবে। 


রিমোট জবের জন্য কিভাবে আবেদন করবেন? 

  1. ফ্রিল্যান্সিং সাইট গুলোতে প্রোফাইল তৈরি করা। 
  2. রিমোট জব বোর্ডে খোঁজ করা।  
  3. LinkedIn ব্যবহার করা। 
  4. অনলাইনে পোর্টফলিও তৈরি করা। 

1. ফ্রিল্যান্সিং সাইট গুলোতে প্রোফাইল তৈরি করা – Upwork, Freelancer, Fiverr এবং Toptal এর মত ফ্রিল্যান্সিং সাইট গুলোতে প্রোফাইল তৈরি করে সেখানে নিজের দক্ষতা ও কাজের নমুনা আপলোড করতে হবে। 

2. রিমোট জব বোর্ডে খোঁজ করাRemote.co, We work Remotely, Angeilist, এবং FlexJobs এসব ওয়েবসাইটে নিয়মিত চাকরির খোজ করা।

3. LinkedIn ব্যবহার করা – LinkedIn প্রোফাইলের হেডলাইন সেকশনের রিমোট কাজের দক্ষতা উল্লেখ করুন। প্রফেশনাল হেডলাইন এবং প্রাসঙ্গিক কাজের নমুনা যোগ করুন। 

LinkedIn এ রিমোট জবের জন্য 'Remote' ফিল্টার ব্যবহার করে জব সার্চ করুন। কোম্পানির প্রোফাইলে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। 

4. অনলাইনে পোর্টফোলিও তৈরি করাBehance বা GitHub-এ নিজের কাজের পোর্টফোলিও তৈরি করুন। 


রিমোট জব করে মাসে কত টাকা আয় করা যায়?

রিমোট জবের ইনকাম নির্ভর করে কাজের ধরন, দক্ষতা, এবং অভিজ্ঞতার উপর। 

Beginner Level – আপনি যদি Beginner পর্যায়ে নতুন কাজ শুরু করেন, তবে আপনার মাসিক আয় গড়ে ১৫,০০০ থেকে ৩০,০০০ টাকা হতে পারে এ পর্যায়ে গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং, এবং ডাটা এন্ট্রির মত কাজ বেশি পাওয়া যায়। 

Intermediate Level – আপনি যখন Intermediate পর্যায়ে কাজ করবেন, তখন আপনার আয় গড়ে প্রতি মাসে ৩০,০০০ থেকে ৭০,০০০ টাকা হতে পারে। এখানে ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং এর কাজ অন্তর্ভুক্ত। 

Advance Level – Advance level-এ থাকলে এবং Regular client থাকলে মাসে ৮০,০০০ থেকে ২,০০,০০০+ টাকা আয় করা সম্ভব। ডেটা সায়েন্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং আইটি কনসাল্টিং এর মতো জব গুলিতে এই আয় সম্ভব। 


উপসংহার 

দিন দিন রিমোট জবের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্রে রিমোট জব ২০২০ সাল থেকে বর্তমানে প্রায় 28% বেড়েছে। রিমোট জবের বিভিন্ন সুযোগ সুবিধার কারণে আমাদের দেশেও বৃদ্ধি পাচ্ছে এই কাজের চাহিদা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এখানে কমেন্ট করুন

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪