রহস্যময় পাগলা মধু । পাগলা মধুর দাম

পাগলা মধু কি? 

এই মধু প্রাকৃতিক অন্যান্য মধুর মত নয়। এই মধু খেলে হ্যালুসিনেশন হয়। এই মধু শুধুমাত্র নেপালে পাওয়া যায়। এই মধু খাওয়ার পর এক ঘোর লাগা অবস্থার সৃষ্টি হয়, একারণে এই মধুর নাম হয়ে গেছে 'নেপালি ম্যাড হানি'। মানে, নেপালের পাগলা মধু।



পাগলা মধু কোথায় পাওয়া যায়?

পোস্টসূচীপত্রঃএই মধু নেপালের দূরবর্তী পাহাড়ে পাওয়া যায়। বছরে মাত্র ২ বার সংগ্রহ করা যায়। এই মধু সংগ্রহ করা বেশ কষ্টসাধ্য কাজ। দুনিয়ার সবচেয়ে বড় মৌমাছি 'এপিস ভোরসাটা ল্যাবরিওসা'। এরা সাইজে ৩ সে.মি. পর্যন্ত লম্বা হয়ে থাকে। এরা হিমালয়ের একেবারে প্রত্যন্ত এলাকায় বাস করে। কেবলমাত্র এই জাতের মৌমাছি হিমালয়ের রডোডেনড্রন নামক ফুল থেকে মধু সংগ্রহ করে। 



এই ফুলে থাকে বিষাক্ত কিছু উপকরণও। যে কারণে পাগলা মধু পরিমাণের থেকে বেশি সেবন করলে ঘটতে পারে হ্যালুসিনেশন। হিমালয় অত্যন্ত দুর্গম অঞ্চল, নেপালিদের মধ্যে মাত্র বিশেষ একটি গোত্র 'কুলুং উপজাতি বা গুরঙ্গ উপজাতি' এই মধু সংগ্রহের কাজ করে। তাদের অন্যতম পেশা হলো এই পাগলা মধু সংগ্রহ করা। পাগলা মধুর বেশির ভাগই বিদেশে বিক্রি হয়। পাগলা মধুর প্রধান ক্রেতা দেশগুলো হলো - চীন, জাপান, কোরিয়া। 

পাগলা মধুর উপকারিতা, পাগলা মধু খেলে কি হয়? 

অনেকে মনে করেন পাগলা মধু যৌন ক্ষমতা বৃদ্ধি করে, যদিও এই বিষয়ে পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে এই পাগলা মধু কিছু ঔষধ তৈরীতে ব্যবহৃত হয়ে থাকে। 



পাগলা মধু সেবনের ফলে শরীরে পেশি শিথিল হয়। এটি হৃৎস্পন্দনের গতি কমাতে সাহায্য করে এবং রক্তচাপ হ্রাস করতে পারে। পাগলা মধু অতিরিক্ত সেবনের ফলে বমি ভাব হতে পারে এবং সেই সাথে মাথা ঘুরতে পারে। পাগলা মধু অতিরিক্ত সেবন করলে হ্যালুসিনেশন হয় এবং কিছুটা মাদকসদৃশ প্রভাব ফেলে। দীর্ঘদিন এই মধু অতিরিক্ত সেবন করলে কোমায় যাওয়ার সম্ভাবনা থাকে।

পাগলা মধু শুধুমাত্র চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী সেবন করা উচিত। এ মধু অতিরিক্ত সেবন করলে তা আপনার জন্য প্রাণঘাতি হতে পারে। 

পাগলা মধুর দাম কত?

যেহেতু এই মধু শুধুমাত্র নেপালের হিমালয়ে পাওয়া যায় এবং শুধুমাত্র বিশেষ এক ধরনের ফুল থেকেই শুধুমাত্র বিশেষ একধরনের মৌমাছি এই মধু সংগ্রহ করে। তাছাড়া এই মধু হিমালয়ের মৌমাছির চাক থেকে সংগ্রহ করতে জীবনের ঝুকি নিতে হয়। তাই পাগলা মধু অত্যন্ত দুষ্প্রাপ্য। আন্তর্জাতিক বাজারে এই মধুর দাম ক্ষেত্রবিশেষে বিভিন্ন রকম হয়ে থাকে। তবে তর্ক সাপেক্ষে বলা যায় এই মধুর দাম প্রায় অর্ধ লক্ষ টাকা। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এখানে কমেন্ট করুন

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪