অল্প টাকায় লাভজনক ব্যবসার আইডিয়া

আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো অল্প টাকায় বা অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা আইডিয়া সম্পর্কে। 

এর আগে জানবো ব্যবসা করার জন্যে কি কি দরকার? ৩টি সহজ বিষয় দরকার ব্যবসা করার জন্যে। 

  1. আপনার পণ্য সম্পর্কে অন্যদের চেয়ে আপনাকে অবশ্যই বেশি জানতে হবে। 
  2. গ্রাহকের চাহিদা বুঝতে হবে। 
  3. সফল হওয়ার তীব্র ইচ্ছা রাখতে হবে। 



পোস্টসূচীপত্রঃআমরা ব্যবসার কথা ভাবলেই আমাদের মনের মধ্যে নানান রকম প্রশ্ন উঁকি দিতে থাকে।যেমন, কি নিয়ে ব্যবসা শুরু করব? ব্যবসা করতে কত টাকা ইনভাইট করতে হবে? ব্যবসা কি আসলেই চলবে? এই ব্যবসায় কতটুকু ঝুঁকি থাকতে পারে? ব্যবসায় লস খেলে পরবর্তীতে কি করব? 

আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা ব্যবসা করতে চায় ঠিকই, কিন্তু পুঁজি অল্প এবং ঝুঁকি নিতে ভয় পায়। তাদের জন্য আমরা আজকের ব্লগে এমন কিছু ব্যবসা আইডিয়া নিয়ে আলোচনা করবো, যে ব্যবসাগুলো আপনারা খুব কম টাকায় শুরু করতে পারবেন। এছাড়া এই ব্যবসাগুলোর চাহিদা মার্কেটে সবসময়ই থাকবে। যেকোনো ব্যবসায় সফলতা পেতে হলে সঠিক দিকনির্দেশনা মেনে চলতে হবে। মনে রাখতে হবে কোনো ব্যবসায় ছোট না। চলুন এবার আলোচনা করা যাক আমাদের আজকের মূল বিষয়। 


  1. Digital marketing agency
  2. Drop shipping business
  3. Print on demand
  4. Event planning business
  5. Travel agency
  6. Wedding photography
  7. Organic Food business
  8. Pet food business
  9. Cosmetic business
  10. Toy business
  11. Handicraft business
  12. Herbal & ayurvedic
  13. Sports items business
  14. Aquarium shop
  15. Homemade bakery
  16. Tiffin service
  17. Nursery business
  18. Small fast food corner
  19. Dairy products business 
  20. Poultry business


1. Digital marketing agency 

এই ব্যবসা করার আগে আপনাকে অবশ্যই ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে হবে। Digital marketing agency ব্যবসা হলো অনলাইনে বিভিন্ন ব্র্যান্ড ও ব্যবসার প্রচার ও বিক্রয় বৃদ্ধি করার লক্ষ্যে ডিজিটাল মার্কেটিং সেবা প্রদান করা। সঠিক স্ট্রাটেজি এবং মানসম্পন্ন সেবা দিয়ে সহজেই এই ব্যবসার সফলতা অর্জন করা সম্ভব। 

2. Drop shipping business 

এই ব্যবসায় আপনাকে পণ্য মজুদ করতে হবে না। অর্ডার পাওয়ার পর সরাসরি সরবরাহকারীর মাধ্যমে পণ্য ক্রেতার কাছে পৌঁছে দিতে হয়। সঠিকভাবে মার্কেটিং করতে পারলে কম ঝুঁকিতে এবং কম বিনিয়োগে ড্রপ শিপিং ব্যবসা শুরু করা সম্ভব। 

3. Print on demand 

এই ব্যবসায় অর্ডার পাওয়ার পর নির্দিষ্ট ডিজাইনের পণ্য প্রিন্ট করে সরাসরি ক্রেতার কাছে পাঠাতে হয়। সাধারণত পোশাক, মগ, ব্যাগ, পোস্টার, ইত্যাদিতে কাস্টম ডিজাইন প্রিন্ট করা হয়। কম বিনিয়োগ এবং স্টক রাখতে না হওয়ায় দিন দিন এই ব্যবসা জনপ্রিয় হয়ে উঠছে। এই ব্যবসায় সফল হতে হলে সৃজনশীল চিন্তাধারা থাকতে হবে। 

4. Event planning business 

গ্রাহকদের বিভিন্ন ইভেন্ট যেমন, বিবাহ, কর্পোরেট মিটিং, পার্টি এবং অন্যান্য বিশেষ দিনগুলিকে সুন্দরভাবে সাজিয়ে তোলার মাধ্যমে এই ব্যবসা করা হয়। এই ব্যবসা লাভজনক করতে হলে আপনাকে সৃজনশীল এবং পরিকল্পনায় দক্ষ হাওয়া জরুরী। 

5. Travel agency 

বিভিন্ন পর্যটক এবং ভ্রমনপিপাসুদের জন্য ভ্রমণের পরিকল্পনা ও সেবা প্রদান করে থাকে Travel agency. যেমন, প্যাকেজ ট্যুর, হোটেল বুকিং, ফ্লাইটের টিকিট, এবং অন্যান্য ভ্রমণ সংক্রান্ত সকল পরিসেবা Travel agency প্রদান করে।

6. Wedding photography 

আপনি যদি ছবি তুলতে পারদর্শী হয়ে থাকেন, তাহলে খুব সহজেই এই ব্যবসায় যুক্ত হতে পারবেন। Wedding photography ব্যবসা বিয়ের বিশেষ মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করার কাজ করে। এখানে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্টাইল এবং থিমে ছবি তোলা হয়। 

7. Organic Food business 

Organic Food ব্যবসা হলো প্রাকৃতিক ও রাসায়নিক মুক্ত খাদ্য পণ্য বিক্রয়ের ব্যবসা। এই ব্যবসায় গ্রাহকদের জন্য তাজা ফল, সবজি, শস্য, দুধ ও অন্যান্য অর্গানিক পণ্য সরবরাহ করা হয়। এই ব্যবসা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির সাথে সাথে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। 

8. Pet food business 

Pet food ব্যবসা হলো বিভিন্ন প্রকার পোষা প্রাণীর জন্য খাবার বিক্রির  লাভজনক ব্যবসা। এই ব্যবসায় কুকুর, বিড়াল, পাখি এবং অন্যান্য পোষা প্রাণীর জন্য পুষ্টিকর এবং নিরাপদ খাদ্য সরবরাহ করা হয়। 

9. Cosmetic business 

Cosmetic ব্যবসা হলো সৌন্দর্য ও ত্বকের যত্নের জন্য পণ্য বিক্রির একটি লাভজনক ব্যবসা। এই ব্যবসায় অন্তর্ভুক্ত  পণ্যগুলো হলো অলংকার, স্কিন কেয়ার, মেকআপ, হেয়ার কেয়ার, পারফিউম ইত্যাদি। 

10. Toy business 

Toy ব্যবসা হলো শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলনা বিক্রির একটি ব্যবসা।এই ব্যবসা শিশুদের প্রতি আগ্রহ বৃদ্ধির সাথে সাথে বেশ লাভজনক। তবে সৃজনশীল এবং শিক্ষামূলক খেলনা হতে হবে। 

11. Handicraft business 

Handicraft ব্যবসা হলো হাতে তৈরি বিভিন্ন শিল্পকর্ম ও পণ্য বিক্রির একটি লাভজনক ব্যবসা। এই ব্যবসায় স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও দক্ষতা ব্যবহার করে আয় করা যায়। 

12. Herbal & ayurvedic 

Herbal and ayurvedic ব্যবসা হলো প্রাকৃতিক ও স্বাস্থ্যকর পণ্য বিক্রয়। এই ব্যবসায় স্বাস্থ্যসম্মত জীবনযাত্রা ও রোগ প্রতিরোধে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়। যেমন, হারবাল ও আয়ুর্বেদিক ঔষধ, তেল, চা, স্কিন কেয়ার পণ্য, খাদ্য সাপ্লিমেন্ট ইত্যাদি। 

13. Sports items business 

এই ব্যবসায় বিভিন্ন ধরনের খেলাধুলার সরঞ্জাম ও পণ্য বিক্রয় করা হয়। এই ব্যবসায় ক্রীড়া প্রেমীদের জন্য ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন, টেনিস, ওয়ার্কআউট সরঞ্জাম এবং অন্যান্য খেলনা সরবরাহ করা হয়। 

14. Aquarium shop 

এই ব্যবসায় বিভিন্ন ধরনের সৌখিন মাছ, জল উদ্ভিদ, অ্যাকোরিয়াম, ফিল্টার, হিটার, মাছের খাবার এবং অ্যাকোরিয়াম সম্পর্কিত অন্যান্য সরঞ্জাম বিক্রয় করা হয়। এই ব্যবসা জলজ প্রাণী ও শখের প্রতি আগ্রহ বৃদ্ধির সাথে সাথে বেশ লাভজনক। 

15. Homemade bakery 

Homemade bakery ব্যবসা ঘরে বসে চালানো যায় এবং এতে তাজা ও ঘরে তৈরি বেকারি পণ্য যেমন, কেক, পেস্ট্রি, ব্রেড, কুকিজ, ডোনাট ইত্যাদি সরবরাহ করা যায়। বাড়ির তৈরি খাবারের গুণমান এবং নতুনত্বের মাধ্যমে আপনি জনপ্রিয় হয়ে উঠতে পারবেন। 

16. Tiffin service 

Tiffin service ব্যবসায় মূলত কর্মজীবী বা ছাত্রছাত্রীদের জন্য ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবার সরবরাহ করা হয়। এই ব্যবসা নিজ বাড়ি থেকে পরিচালিত করা সম্ভব। শহর এলাকায় বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এই ব্যবসা। স্বাস্থ্যকর খাবার সাশ্রয়ী মূল্যে সরবরাহ করতে পারলে খুব সহজেই গ্রাহকদের নিকট পৌঁছানো সম্ভব। 

17. Nursery business 

Nursery ব্যবসা হচ্ছে বিভিন্ন ফুল, ফল, ও ঔষধি, গাছের চারা উৎপাদন ও বিক্রির ব্যবসা। এই ব্যবসা ও সহজেই বাড়ি থেকেই শুরু করা যায় এবং বর্তমানে এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সঠিক যত্ন ও ভালো গাছ সংগ্রহের মাধ্যমে সহজেই গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব। শীতকালে এই ব্যবসা অত্যাধিক লাভজনক হয়ে ওঠে। 

18. Small fast food corner 

দ্রুত খাদ্য সরবরাহের জন্য একটি ছোট আকারের খাবারের দোকান, যেখানে বিভিন্ন ধরনের ফাস্টফুড পণ্য বিক্রি করা হয়। যেমন, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, পিজ্জা, স্যান্ডউইচ, নুডুলস, সালাদ ইত্যাদি। 

19. Dairy products business 

Dairy products ব্যবসা হলো দুধ এবং দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বিক্রয়ের একটি লাভজনক ব্যবসা। এর মধ্যে দুধ, ঘি, দই, মাখন, ও ছানা ইত্যাদি অন্তর্ভুক্ত। গুণমান নিশ্চিতের মাধ্যমে লাভজনক এই ব্যবসা পরিচালনা করা সম্ভব। 

20. Poultry business 

Poultry ব্যবসা বা মুরগি পালন ব্যবসা লাভজনক এবং সহজেই শুরু করা যায়। এই ব্যবসায় দুই ভাবে ইনকাম করা যায়। ডিম ও মাংস উৎপাদন ও বিক্রয়ের মাধ্যমে। মুরগির ভালো প্রজাতি এবং সঠিক পরিচর্যা করলে এই ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা থাকে।


উপসংহার 

উপরে আলোকিত প্রত্যেকটি ব্যবসার যথেষ্ট চাহিদা রয়েছে। আবারো বলছি, কোনো কাজ বা ব্যবসায় ছোট না। ব্যবসা আইডিয়া গুলোর মধ্যে কোন আইডিয়াটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, সেটা আমাদের জানাতে পারেন। আপনারা কোন আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন সেটা আমাদের কমেন্ট জানাতে পারেন, আমরা সেই ব্যবসা আইডিয়া নিয়ে বিস্তারিত লিখবো। 

আমাদের সাথে ফেসবুকে যুক্ত হতে পারেন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এখানে কমেন্ট করুন

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪