রাউটার কি? কত প্রকার? রাউটারের বিস্তারিত
রাউটার কি?
রাউটার একটি ইলেকট্রনিক ডিভাইস যা ইন্টারনেট সংযোগকে আপনার বাড়ি বা অফিসের বিভিন্ন ডিভাইসে ভাগাভাগি করে দেয়। রাউটার বিভিন্ন ডিভাইসকে(মোবাইল, ল্যাপটপ/কম্পিউটার,ট্যাবলেট ইত্যাদি) ইন্টারনেটের সাথে সংযুক্ত করে এবং তাদের মধ্যে ডেটা আদান প্রদান করতে সাহায্য করে।
রাউটার কয় প্রকার?
পোস্টসূচীপত্রঃরাউটার বিভিন্ন ধরনের হয়ে থাকে। সাধারণত রাউটার ৬ প্রকার।
- Wireless Router
- Pocket Router
- Broadband Router
- Core Router
- Edge Router
- Wired Router
1. Wireless Router –
সাধারণত আমরা বাসা বাড়িতে যে রাউটার ব্যবহার করে থাকি সেটাই ওয়্যারলেস রাউটার। এই রাউটারের বিভিন্ন রেঞ্জ বা কভারেজ এরিয়ার মধ্যে পার্থক্য রয়েছে। Wi-Fi রেঞ্জের মধ্যে যেকোনো স্থান থেকে ইন্টারনেট ব্যবহার করা যায়। এই রাউটারের মাধ্যমে সহজেই কম্পিউটার, স্মার্ট ফোন, ট্যাবলেট, স্মার্ট টিভি, এবং অন্যান্য ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করা যায়। একই সময়ে একাধিক ডিভাইস সংযুক্ত করা যায়।
2. Pocket Router –
এটা একটি পোর্টেবল রাউটার। আকারে ছোট এবং তারবিহীন হওয়ায় সহজেই পকেটে বহন করা যায়। এটি মোবাইল রাউটার নামেও পরিচিত। পকেট রাউটার সিম কার্ড সাপোর্ট করে, মোবাইল ডাটা ব্যবহারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ প্রদান করে। এই রাউটার গুলোতে ছোট একটি ব্যাটারি থাকে, এজন্য বৈদ্যুতিক সংযোগ বাদেই নির্দিষ্ট সময় পর্যন্ত ইন্টারনেট সেবা প্রদান করে থাকে। USB কেবলের মাধ্যমে চর্জ করা যায়। এই রাউটারের মাধ্যমে ৭ থেকে ১২ টি ডিভাইসকে ওয়াইফাই কানেকশন দেওয়া যায় ডিভাইসকে Wi-Fi সংযোগ দেয়া যায়।
3. Broadband Router –
এই রাউটার গুলো অনেক হাই স্পিড ইন্টারনেট সংযোগ প্রদান করে। এটি স্ট্রিমিং, গেমিং এবং বড় বড় ফাইল ডাউনলোডের জন্য উপযুক্ত। ব্রডব্যান্ড রাউটার অন্যান্য রাউটারের সাথে সংযুক্ত হতে পারে সহজেই। বড় বড় ভবন বা বড় বড় অফিসে এই ধরনের রাউটার সংযোগ স্থাপন করা হয়।
ব্রডব্যান্ড রাউটার সাধারণত তিন প্রকার
- DSL ব্রডব্যান্ড রাউটার
- ক্যাবল ব্রডব্যান্ড রাউটার
- ফাইবার ব্রডব্যান্ড রাউটার
4. Core Router –
এটা একটি শক্তিশালী রাউটার। এই রাউটারগুলো আলাদাভাবে একাধিক রাউটার গুলোকে সংযোগ দিয়ে থাকে। অনেক বেশি ব্যান্ডউইথ এবং অনেক দ্রুত ডেটা ট্রাফিক পরিচালনা করতে পারে। কোর রাউটার হিসাবে Cisco এবং Juniper এর মতো বড় কোম্পানিগুলোর তৈরি বিশেষ উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিভাইসগুলি ব্যবহৃত হয়।
5. Edge Router –
এই রাউটারটি নেটওয়ার্কের বাইরের সঙ্গে সংযোগ স্থাপন করে। এজ রাউটার সাধারণত বড় কর্পোরেট নেটওয়ার্ক, ISP (internet service provider) এবং ডেটা সেন্টারে ব্যবহৃত হয়। এজ রাউটার প্রধানত দুইটি কাজ করে থাকে
- বাইরের নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করে।
- ট্রাফিক ম্যানেজমেন্ট ও রাউটিং করে।
6. Wired Router –
এই রাউটারটি, ডিভাইস গুলোকে ইন্টারনেট বা নেটওয়ার্কে সংযুক্ত করে।Wired রাউটার ইন্টারনেট বা নেটওয়ার্ক সংযোগকে অধিক স্থিতিশীল এবং নির্ভরযোগ্য করে থাকে। Wired রাউটারে সাধারণত এক বা একাধিক ইথারনেট পোর্ট থাকে। ইথারনেট ক্যাবল ব্যবহার করে ডেটা ট্রান্সফার সাধারণত অনেক দ্রুত হয়।
Wired রাউটারের সুবিধা
- অধিক দ্রুত এবং স্থিতিশীল সংযোগ প্রদান করে।
- উচ্চ ব্যান্ডউইথ ধারণ ক্ষমতা প্রদান করে।
Wired রাউটারের অসুবিধা
- ক্যাবল ব্যবহার করতে হয়, যার কারণে স্থানগত সীমাবদ্ধতা থাকে।
- যেহেতু এটি তারযুক্ত, তাই স্থান পরিবর্তনের সুযোগ নেই।
কি দেখে রাউটার কিনবেন? কোন রাউটার বেস্ট হবে?
সাধারণত বাজারে গেলে আপনারা ৩ ধরনের রাউটার দেখতে পাবেন।
Frequency: 2.4GHz
Data Rate: 11 MBPS
Frequency: 5GHz
Data Rate: 600 MBPS
Frequency: 2.4GHz + 5GHz
Data Rate: 10 GBPS
আমি আপনাকে বলবো Dual Band রাউটার কেনার জন্য। এতে আপনি actual performance টাই পাবেন। আর যদি আপনার বাজেটের সমস্যা না থাকে তাহলে অবশ্যই আপনি Try Band (Wi-Fi 6) রাউটার কিনবেন।
কোন ব্রান্ডের রাউটার কিনবো?
কম দামে যদি ভালো কোনো রাউটার নিতে চান তাহলে Tp Link এর রাউটার নিতে পারেন। এছাড়াও কম দামে D-Link অথবা Tenda - র রাউটার ও নিতে পারেন।
আপনি যদি উন্নত ফিচার যুক্ত রাউটার নিতে চান, যেখানে উচ্চগতির ইন্টারনেট, গেমিং এবং বিগ কভারেজ দরকার তাহলে আপনি Asus এর রাউটার নিতে পারেন। এছাড়াও Netgear ও যথেষ্ট ভালো।
এখানে কমেন্ট করুন
comment url