ভিডিও এডিটিং করে ফ্রিল্যান্সিং
Video Editing মানে কি?
Video Editing হচ্ছে একটি প্রক্রিয়া, যার মাধ্যমে এক বা একাধিক ভিডিও ফুটেজকে কৌশলে পুনর্বিন্যাস করে নতুন ভিডিও তৈরি করা হয়।
যেমনঃ যে কোনো ভিডিও অ্যাড, শর্ট ফিল্ম, সিনেমা ইত্যাদি। এমনকি ভিডিও ফুটেজ ছাড়া যেকোনো Text/Object নিয়ে এডিট করে ভিডিও তৈরির কাজও ভিডিও এডিটিং এর অন্তর্ভুক্ত।
ভিডিও এডিটিং (Video Editing) করে কত টাকা আয় করা যায়?
পোস্ট সূচীপত্রঃBeginner Level – আপনি যদি Beginner level এর ভিডিও এডিটর হন তাহলে, ফ্রিল্যান্স মার্কেটপ্লেস থেকে প্রতি মাসে ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। কারণ - প্রথম দিকে কাজ পাওয়াটা একটু কষ্টকর হয়, আপনাকে একটু কম রেটে কাজ করতে হবে, এবং Beginner Level এ আপনার রেট কম থাকবে, এছাড়া কাজে আপনার সময় টাও বেশি দিতে হবে। আপনার portfolio ছোট থাকার কারণে প্রথম দিকে আপনি ইনকাম কম হবে।
Intermediate Level – আপনি যখন Intermediate level এ কাজ করবেন, অর্থাৎ Beginner Level পার করে যখন পরবর্তী ধাপে পৌছাবেন, তখন আপনি প্রতি মাসে ৬০ হাজার থেকে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
Advanced Level – যারা একটু Advanced level এর কাজ করে, তারা ১.৫ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে। হ্যাঁ এটা সত্যি।
কিভাবে ভিডিও এডিটিং এ সেরা হবো?
প্রথমত বেসিক কোনো সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং এর বেসিক কাজগুলো শিখে নিতে পারেন। সেটা হতে পারে যে কোনো বেসিক সফটওয়্যার, যেমন - Filmora, Camtasia. কম্পিউটারে Filmora অথবা Camtasia শিখে এডিটিং শুরু করুন। মোবাইলে Kine Master অথবা InShot শিখে ভিডিও এডিটিং শুরু করুন।
এরপর আপনি Adobe Premium Pro তে মাস্টার হন। Adobe Premium Pro হচ্ছে ভিডিও এডিটিং এর জন্যে World এর সবচেয়ে Famous এবং সবচেয়ে বেশি ব্যবহৃত একটি সফটওয়্যার। যদি শুরু থেকেই প্রফেশনাল ভাবে কাজ করতে চান, তাহলে Adobe Premium Pro শিখুন। এক্ষেত্রে কিছু Advanced বিষয় শিখে নিলে ভালো। যেমনঃ Colour Correction, বিভিন্ন Transition তৈরি, Sound Editing & Mixing, Green Screen, Masking & Nesting ইত্যাদি।
যদি আপনি এডভান্স লেভেলের ভিডিও এডিটর হতে চান সেক্ষেত্রে আপনাকে Adobe After Effects ও শিখতে হবে। Adobe After Effects হচ্ছে text animation / other animation নিয়ে কাজ করে। Adobe Premium Pro এর সাথে Adobe After Effects এ Animation করতে জানলে, একদম ১০০ তে ১০০।অনেকক্ষেত্রে শুধুমাত্র After Effects এর মাধ্যমে ভিডিও এডিটিং ছাড়া Logo Animation এবং Text Termination করে ফ্রিল্যান্সিং করা যায়।
কাজ কোথায় পাবো?
এই তিনটা মার্কেটপ্লেসে ভিডিও এডিটিং এর কাজগুলো বেশি পাওয়া যায়। সবকিছু নির্ভর করে - আপনি কতো ভালো কাজ করেন? আপনার পোর্টফলিও টা কতো ভালো? আপনি কতো ভালো ক্লায়েন্ট সার্ভিস দিচ্ছেন? এই জিনিসগুলোর উপর।
এখানে কমেন্ট করুন
comment url