ফ্রিল্যান্সিং নিয়ে কিছু প্রশ্নের উত্তর
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চাই, কিভাবে করবো?
সাধারণত মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখার ব্যাপারে সাবধান!
কিছু মানুষ আছে, যারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখানোর নামে প্রতাররণা করে। অল্প কিছু কাজ করলেই টাকা আসবে, এমন প্রতিশ্রুতি দেয়। শুরুতে ইনকাম ও দেখায়। কিন্তু কিছুদিন পরেই সেগুলোর অস্তিত্ব খুজে পাওয়া যায় না। এমন Scammer বা প্রতারক চক্র থেকে সাবধান। টাকা ও সময় দুটোই হারাতে পারেন এতে। অনলাইনে অ্যাড দেখে, বিভিন্ন লিংক শেয়ার করে, যেসব কাজ করা হয়, এগুলো থেকে সাবধান!
পোস্ট সূচীপত্রঃতবে হ্যা, আপনি যদি কোনো একটা স্কিলে এক্সপার্ট হন আর সেই কাজটা মোবাইল দিয়ে করে তার সার্ভিস দিতে পারেন, তাহলে হয়তো সেটা দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করা যেতে পারে। তবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চাইলে অবশ্যই আপনার কম্পিউটার লাগবে।
ফ্রিল্যান্সিং করতে কতটুকু ইংরেজি জানা লাগবে?
বেসিক কিছু ইংরেজি জানতেই হবে।
আপনি যে স্কিল গুলো জানেন বা পারেন, সেই স্কিল ও কাজ সংক্রান্ত বেসিক ব্যাপারগুলোর ইংরেজি জানতে হবে।
আমরা জানি, কোনো ভাষা শিখতে বা জানতে গেলে ৪টি স্কিল প্রয়োজন।
Listening ( শুনে বুঝতে পারা )
Speaking ( কথা বলতে পারা )
প্রতিদিন কত ঘন্টা করে সময় দিলে মাসে ৫০ হাজার টাকা আয় করতে পারবো?
কোন কোন স্কিল গুলোর ভবিষ্যত ডিমান্ড অনেক বেশি হবে?
- Graphic Design (ui/ux design)
- Programming / Automation / Artificial intelligence
এখানে কমেন্ট করুন
comment url