ডিজিটাল মার্কেটিং কিভাবে শুরু করবো?

 ডিজিটাল মার্কেটিং মানে কি?


যেকোনো প্রোডাক্ট বা সার্ভিস কে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে মার্কেটিং করাকে ডিজিটাল মার্কেটিং বলে।

যেমনঃ SEO, SEM, SMM, PPC, Email Marketing, etc.



পোস্ট সূচীপত্রঃডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বড় সুবিধা হলো - একটা প্রোডাক্ট বা সার্ভিসের বিজ্ঞাপন আপনি কাকে দেখাতে চান তা নির্ধারণ করতে পারবেন। এমনকি কে কে ঐ বিজ্ঞাপন দেখে কি Reaction দিচ্ছে তা ট্রাক করা যায়। 


ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) করে কত টাকা আর করা যায়?


মার্কেটপ্লেসে ৩ লেভেলের মানুষ কাজ করে।

  • Beginner Level 
  • Intermediate Level 
  • Advance Level 


Beginner Level –

যারা Beginner Level বা বেসিক লেভেলে ডিজিটাল মার্কেটিং শিখে মার্কেটপ্লেসে কাজ করছে তারা প্রতিমাসে গড়ে প্রায় ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করছে। অবশ্যই কেউ মার্কেটপ্লেসে এসেই কাজ শুরু করে দিলেই প্রথম মাসেই এরকম ইনকাম করতে পারবেন না। এর জন্যে আপনাকে ডিজিটাল মার্কেটিং শিখে মার্কেটপ্লেসে এসে ধৈর্য্য ধরে সময় দিতে হবে এবং সেই সাথে পরিশ্রম করতে হবে।


Intermediate Level –

আপনি যদি Intermediate Level এ কাজ করেন তাহলে আপনার ইনকাম প্রতি মাসে গড়ে প্রায় ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এটা নির্ভর করে আপনি ডিজিটাল মার্কেটিং এর কোন স্কিল নিয়ে কাজ করছেন সেটার উপর। 


Advance Level –

আপনি যদি বাংলাদেশ থেকে Advance লেভেল এ কাজ করেন তাহলে প্রতিমাসে ১ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। 


ডিজিটাল মার্কেটিং এ সেরা হবো কিভাবে? 


এক্ষেত্রে আপনারা শুরু করতে পারেন SEO (Search Engine Optimization) দিয়ে। SEO শেখার পর আপনারা SEM (Search Engine Marketing) বা, SMM (Social Media Marketing) শিখতে পারেন। 

অতঃপর যেকোনো একটি দিকে Specialization করুন। অর্থ্যাৎ এইযে আপনি SEO, SEM, SMM শিখলেন, এখন এর মধ্যে যেকোনো একটি বিষয়ের উপর আপনি Pro হয়ে যান। আপনি ডিজিটাল মার্কেটিং এর যতগুলো বিষয় শিখলেন বা যতগুলো বিষয়ে সার্ভিস দিচ্ছেন এই সার্ভিস গুলোর মাধ্যমে একটা ভালো Portfolio তৈরি করুন। একটা ভালো Portfolio আপনাকে অন্য লেভেলে নিয়ে যাবে।


কাজ কোথায় পাবো? 


কাজ করার জন্যে অনেক মার্কেটপ্লেস রয়েছে। এরমধ্যে জনপ্রিয় কিছু মার্কেটপ্লেস হলো –


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এখানে কমেন্ট করুন

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪