ওয়ার্ডপ্রেস
ফ্রিল্যান্সিং করার জন্যে বর্তমান বিশ্বে যতগুলো স্কিল আছে, এর মধ্যে অন্যতম একটা স্কিল হলো ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আর এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে যে সেক্টরে সবচেয়ে বেশি ওয়েবসাইট বানানো হয়েছে সেটা হলো ওয়ার্ডপ্রেস। বিশ্বে যতগুলো ওয়েবসাইট আছে তার মধ্যে ৪৩% ওয়েবসাইট বানানো হয়েছে ওয়ার্ডপ্রেস দিয়ে।
পোস্ট সূচীপত্রঃআমরা যখনই ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর কথা চিন্তা করি, তখন প্রথমেই আমাদের মাথায় আসে কোডিং এর ঝামেলার ব্যাপার টা। কিন্তু আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে কাস্টমাইজ করে ওয়েবসাইট তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার কোনো কোডিং এর প্রয়োজন হবেনা। কোডিং ছাড়াই আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে।
ওয়ার্ডপ্রেস কি?
এটা হলো একটা CMS (Content Management System) ওয়ার্ডপ্রেস তৈরি হয়েছে PHP দিয়ে। ওয়ার্ডপ্রেস এমনভাবেই তৈরি হয়েছে যে, আপনি শুধু টুলস গুলো কে কাজে লাগিয়ে বিভিন্ন Plugin বা বিভিন্ন Themes দিয়ে আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আপনি যখন ওয়ার্ডপ্রেস টা ইন্সটল করবেন, সেখানে একটা ডেমো ওয়েবসাইট পাবেন। ঐ ডেমো ওয়েবসাইট টাতে বিভিন্ন Plugin, Themes ব্যবহার করে আপনার নিজের মতো করে পরিপূর্ণ একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
একটা ওয়েবসাইট বানাতে কি কি প্রয়োজন?
- Domain (ডোমেইন)
- Hosting (হোস্টিং)
Domain - যেই নাম দিয়ে আপনি আপনার ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন সেটা হলো ডোমেইন। যেমনঃ- facebook.com বা google.com
Hosting - হোস্টিং হলো একটা স্থান, যেখানে আপনি আপনার ওয়েবসাইট কে রাখবেন। বর্তমানে হোস্টিং এই ওয়ার্ডপ্রেস ইন্সটল করার সিস্টেম আছে, যেখান থেকে আপনি এক ক্লিকেই ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারবেন। ওয়ার্ডপ্রেস ইন্সটল করার পর আপনি সেটা কাস্টমাইজ করে যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন কোনো প্রকার কোডিং ছাড়াই।
ওয়ার্ডপ্রেস নিয়ে আদৌও ফ্রিল্যান্সিং করা সম্ভব কি না? অথবা, পরবর্তী তে ওয়ার্ডপ্রেস এর ডিমান্ড কেমন থাকবে?
মার্কেটপ্লেসে এটার চাহিদা কেমন?
আমরা সবাই জানি যে, মার্কেটপ্লেস গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি মার্কেটপ্লেস হলো -
তো, আপনি যদি আপওয়ার্কে(Upwork) ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দেন তাহলে দেখতে পাবেন এটার প্রচুর চাহিদা রয়েছে এবং আপওয়ার্কে অন্যান্য কাজের তুলনায় এটার পারিশ্রমিক ও তুলনামূলক বেশি। অনলাইনে যেকোনো বিজনেস করতে হলে আগে একটা ওয়েবসাইট প্রয়োজন হয়। আর ওয়েবসাইট এর যে মালিক সে যদি পরবর্তীতে নিজেই তার ওয়েবসাইটে কিছু কাস্টমাইজ করতে চায় তাহলে সে যাতে খুব সহজেই সেটা করতে পারে, এজন্য কোডিং ছাড়াই ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরির ডিমান্ড অনেক বেশিই থাকে।
এখানে কমেন্ট করুন
comment url