আশুরা কি? আশুরার দিন কবে? আশুরার আমল সমূহ?
আশুরা কি?
আশুরার দিনে কি হয়েছিল?
ইসলামিক ইতিহাসে এটি একটি স্মরণীয় দিন। এই দিনে বেশ কিছু ঘটনা ঘটেছিল।
সূচীপত্রঃএই দিনে আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তায়ালা হযরত মুসা (আ.) এবং বনী ইসরাঈলকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। বছরের পর বছর অত্যাচার ও দাসত্বের পর, আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তায়ালা সমুদ্রকে বিভক্ত করে দিয়েছিলেন যাতে তারা মুক্তি পেতে পারে। মুসা (আ.) বনী ইসরাঈলকে নিয়ে নিরাপদে সমুদ্র পার হয়ে যাওয়ার পর, ফেরাউন ও তার দলবল সমুদ্রের পানিতে ডুবে মারা যায়। এজন্য এই দিনটি সমস্ত মুসলমানদের জন্য অত্যন্ত আনন্দের।
কিন্তু এই একই দিনে এক দুঃখজনক, বেদনাদায়ক,মর্মান্তিক ঘটনা ঘটেছিল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় নাতি ইমাম হোসাইন এবং তার পরিবারকে কারবালার ময়দানে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়। এজন্য এই দিনটা দুঃখজনক ও বটে।
২০২৪ সালে আশুরার দিন কবে?
আশুরার কোনো আমল আছে কি?
জ্বি আছে। আশুরা উপলক্ষে দুইটি রোজা রাখা সুন্নত। এক্ষেত্রে আশুরার দিন আর আশুরার আগের দিন অথবা আশুরার দিন আর আশুরার পরের দিন রোজা রাখতে হবে।
আশুরার রোজা রাখার ফজিলত কি?
রাসূল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ- 'আশুরার দিনের সিয়াম সম্পর্কে আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী যে, তিনি পূর্ববর্তী এক বছরের গুণা সমূহ মাফ করে দিবেন'। [সহীহ মুসলিম, হাদিস নং–২৬০৬]
এখানে কমেন্ট করুন
comment url